প্রকাশিত: Sat, Jan 28, 2023 1:35 PM
আপডেট: Mon, Jan 26, 2026 7:22 AM

লাউ বেগুন জনপ্রিয় হয়ে উঠছে কুমিল্লায়

শাহাজাদা এমরান: সবুজ রঙের এ বেগুন লাউয়ের মত লম্বা। এটি খুবই সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ। উৎপাদন খরচও কম। তাই কৃষকদের লাভও বেশি। একেকটি বেগুনের ওজন ৮০০ গ্রাম থেকে সর্বোচ্চ এক কেজি হয়ে থাকে।  চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের কৃষক আমির হোসেন প্রথম এই লাউ বেগুনের চাষ শুরু করেন। তার সাফল্য দেখে উজ্জীবিত হয়ে এগিয়ে আসছেন অনেকেই।  কৃষক আমির হোসেন জানান, তিনি কৃষি অফিস থেকে বারি-১২ জাতের এই বেগুনের বীজ এনেছেন। ৩০ শতক জমিতে চাষ করেছেন। ফলন ভালো হয়েছে। প্রতি কেজি বেগুন ৩৫-৪০ টাকা দরে বিক্রি করছেন। কৃষক শাহজাহান ভূঁইয়া বলেন, লাউ বেগুন খুব নরম বলে পাখি ও পোকামাকড়ের প্রিয় খাবার। তাই জাল দিয়ে পুরো জমি ঢেকে দিয়েছি। 

চান্দিনা উপজেলার উপসহকারী কৃষি কর্মকতা গোলাম সারোয়ার বলেন, কুমিল্লায় এই বেগুন প্রথমবার চাষ শুরু হয়েছে। এই উপজেলার কৃষকরা বেশ উদ্বুদ্ধ হয়েছে। মাঠে গিয়ে কৃষকদের সব সময় পরামর্শ দিচ্ছি কী ভাবে পাখি ও কীটপতঙ্গ থেকে বেগুন রক্ষা করা যায়।

চান্দিনা উপজেলা কৃষি কমকর্তা মনিরুল হক রোমেল বলেন, আমরা প্রথমে ২০ গ্রাম বীজ থেকে চারা উৎপাদন করি। পাইলট প্রকল্প হিসেবে কয়েকজন কৃষককে বাছাই করি। কৃষি অফিসার ও কৃষকদের আন্তরিকতায় প্রথম বছরই ভালো ফলন হয়েছে। আশাকরি আগামী বছর পুরো উপজেলায় ছড়িয়ে পড়বে বারি-১২ জাতের এই বেগুন। 

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান,  এ বছর পুরো জেলায় দেড় হেক্টর জমিতে বারি-১২ জাতের বেগুন চাষ হয়েছে। আগামী বছর কুমিল্লায় সবজির চাহিদার বড় অংশ পূরণ করবে লাউ বেগুন। সম্পাদনা: মুরাদ হাসান